নলকূপ খননের স্থান নির্বাচনের শর্তাবলী
১। মৃত্তিকাঃ ইরি অথবা মেক্সিকান গম চাষের উপযোগী মৃত্তিকা বিশিষ্ট জমিকে অগ্রাধিকার প্রদান করা হইবে।
২। স্থায়ী নদী হইতে দুরত্বঃ সর্বদা প্রবহমান নদী হইতে নলকূপ খননের স্থান অন্তত পৌনে এক মাইল দূরে অবস্থিত হইবে।
৩। ভূ-প্রকৃতিঃ নলকূপ খননের স্থানটি এইরূপে নির্বাচিত হইবে যাহাতে নলকূপের লাটফরমটি বন্যার সময় পানির সচরাচর সর্বোচ্চ স্তর অপেক্ষা উচু স্থানে থাকে।
৪। সেচের পানি বন্টনঃ নলকূপ খননের স্থানটি এইরূপে নির্বাচিত হইবে যাহাতে সেচের পানি অন্তত দুইদিকে বিতরণ করা যায়।
৫। দুইটি নলকূপের পারস্পারিক নুন্যতম দুরত্ব নিম্নরূপ হইবে যথাঃ
ক) দুইটি গভীর নলকূপের মধ্যে ২৫০০ ফুট।
খ) একটি গভীর নলকূপ ও একটি অগভীর নলকূপের মধ্যে ১৭০০ ফুট।
গ) দুইটি অগভীর নলকূপের মধ্যে ৮০০ ফুট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS